পাবনার আটঘরিয়া উপজেলা ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজনে নবনিযুক্ত গর্ভনিং বডির সম্মানিত সভাপতি তানভীর ইসলামকে সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দেবোত্তর ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত সম্বর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ডিগী কলেজের নবনিযুক্ত গর্ভনিং বডির সভাপতি মোঃ তানভীর ইসলাম, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, প্রভাষক মোস্তাফিজুর রহমান মাসুম, বিদ্যুসাহি সদস্য ও শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান মজনু, অবিভাবক সদস্য মকসেদ আলী প্রমূখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সহকারি অধ্যাপক নেহার আফরোজ জলি। উপস্থিত ছিলেন দাতা সদস্য বাদশা মোল্লা সহ শিক্ষকবৃন্দ।
#চলনবিলের আলো / আপন