সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপুজা। মহামারী করোনা পরিস্থিতির কারণে কীভাবে হবে দুর্গাপূজা সে অনিশ্চয়তা মাথায় নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা ঘোষগাতী এলাকায় দেখা যায়, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দুর্গাপুজার প্রতিমা । প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন ঘোষগাতী এলাকার কারিগররা।
উল্লাপাড়ায় দুর্গাপূজার প্রতিমা তৈরী করে আসছেন উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতী মহল্লার পরিবারের আপন দু’ভাই প্রদীপ কুমার পাল ও নিথিল কুমার পাল। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমা তৈরী করে থাকেন। এ বছরে দুর্গাপূজার প্রায় ২৪টি মন্ডপের প্রতিমা তৈরীর চুক্তি পেয়েছে বলে জানান। এখন পরিবারসহ পুরোদমে প্রতিমা তৈরীর কাজ করছেন প্রদীপ কুমার পাল নিথিল কুমার পাল। প্রতি বছরের মতো এবারও উল্লাপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমা তৈরি করছেন। এছাড়া উল্লাপাড়া উপজেলার বাইরেও প্রতিমা তৈরীর কাজ করেন। এবারে একটি মন্ডপের প্রতিমা তৈরী করে দেওয়া বাবদ সবচেয়ে বেশি চল্লিশ হাজার টাকা চুক্তি করছেন বলে জানান প্রদীপ কুমার পাল। আরো জানান, তার স্ত্রী শিল্পী রাণী পাল ও মেয়েসহ প্রতিমার রং এর কাজসহ প্রতিমা তৈরীর কাজে সহযোগীতা করছেন। বছরের প্রায় ৩ মাস পুরো পরিবার প্রতিমা তৈরীতে কমবেশি ব্যস্ত থাকেন।
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম দত্ত বলেন, এবারের দুর্গাপুজার প্রতিমা কয়টি তা সামনের দিন সাতেক পর সঠিক করে বলা যাবে।
রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়ায় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রতিমা তৈরীতে ব্যস্ত কারিগররা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১