সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ আব্দুস সালাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে Rab. গ্রেপ্তারকৃত ব্যবসায়ী আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর আদর্শপাড়া গ্রামের নঈম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন Rab-১২ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিততে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৬ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত: উদ্ধারকৃত আলামতসহ তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১