বরিশালের আগৈলঝাড়ায় পিছিয়ে পড়া গ্রামীণ নারী জনগোষ্টিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সরাসরি যুক্ত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২) এর আওতায় “তথ্য আপা” প্রকল্প বাস্তবায়ন কমিটি (পি.আই.সি’র) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও মো. আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা “তথ্য আপা” প্রকল্পের কর্মকর্তা মনজিলা আক্তার মিতু, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি কাজল দাশ গুপ্ত, গৈলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রফিকুল ইসলাম রেজা প্রমুখ।
সভায় ৫টি ইউনিয়ন সেচ্ছাসেবিকাদের নারী উদ্যোক্তা খুঁজে বের করে আগামী সভায় তথ্য উপস্থাপনের নির্দেশনা প্রদান করেন ইউএনও।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় “তথ্য আপা” প্রকল্পের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১