বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের স্ত্রী ঝুমুর বেগমকে ৪৫পিচ ইয়াবা ও মাদক বিক্রির দুই লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশী অভিযান টের পেয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ি স্বামী ও দেবর। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের ঘরে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলী হোসেনের নেতৃত্বে এএসআই ইয়ার হোসেন, সোহাগ হোসেন, সুব্রত চন্দ্র রায়সহ সঙ্গিয় নারী ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের স্ত্রী নারী মাদক ব্যবসায়ি ঝুমুর বেগমকে (৩৫) ৪৫পিচ ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২লাখ ৯হাজার ১শ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশী অভিযান টের পেয়ে আটক ঝুমুর বেগমের স্বামী জাকাত ফকির (৪৫) দেবর সালাম ফকির (৩৫) দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে আটক ঝুমুর বেগম ও পালিয়ে যাওয়া তার স্বামী-দেবরকে আসামী করে মামলা দায়ের করেছে, নং-৯ (২১.৯.২১)।
ওই মামলায় ঝুমুর বেগমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করলে আদালত ঝুমুরকে জেল হাজতে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় নারী মাদক ব্যবসায়ি ৪৫পিচ ইয়াবা ও দুই লক্ষাধিক টাকাসহ গ্রেফতার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১