পাবনার আটঘরিয়া উপজেলার চৌবাড়ীয়া গ্রামের আব্দুল করিম প্রামাণিক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মৃত খবির প্রামানিক। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় গত রবিবার ১৯ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে সবার অজান্তে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সোমবার ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে মারা যায়। ছেলের উপর অভিমান করে বিষপান করে বলে এলাকাবাসী জানান।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আটঘরিয়ায় ছেলের উপর অভিমান করে বিষপানে পিতার মৃত্যু
প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১