আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগন্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু দাউদ সরকারের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় কোদালিয়া,বৈন্যা ও খাষপুকুরিয়া গণসংযোগ শেষে বিএম স্কুলে মকবুল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি মোঃ আবু দাউদ সরকার। পক্ষে গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু দাউদ সরকার নিবার্চনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং সরকারের উন্নয়ন বানি জনগনের কাছে পৌছে দিচ্ছেন। গণসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরিত্বপুর্ণ বক্তব্য রাখেন তিনি। তিনি আরও বলেন, আমি জনগনের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। আজকের এই সভায় যে ভালবাসা ও সমর্থন দেখিয়েছেন তা ভোলার নয়। সরকারের উন্নয়ন জনগনের দৌড় গড়ায় পৌছে দিতেই তিনি মাঠে কাজ করে চলেছেন। তার পিতা আলহাজ আব্দুল মজিদ সরকার একজন সমাজ সেবক ও বর্তমান খাষপুখুুরিয়া ইউপি চেয়ারম্যান। সময় উপস্থিতি জনগন ও এলাকার মানুষ শিক্ষাগুড়ু মোঃ আবু দাউদ সরকারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
#চলনবিলের আলো / আপন