প্রতি বছরের ন্যায় ” নৌকায় সারাদিন চলনবিল” শ্লোগানে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) পাবনার চাটমোহর অনলাইন প্রেসক্লাব ও হান্ডিয়াল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বার্ষিক নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ এর পরিচালনা অনুষ্ঠিত নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রভাষক মোঃ মোতালেব হোসেন, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সহ সভাপতি শাহজাহান আলী, সাধারন সম্পাদক সোহেল রানা জয়, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া মোঃ গোলাম কিবরিয়া উজ্জ্বল, চাটমোহর অনলাইন প্রেসক্লাবে দপ্তর ও প্রচার সম্পাদক আবদুল মতিন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাঙ্গুড়া রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাংবাদিক আব্দুল আজিজ, স্বাধীন খবর ডটকম বার্তা সম্পাদক এসএ মারুফ, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক মেহেদী হাসান রানা, এ্যাড মনিরুজ্জামান আকাশ, সাপ্তাহিক চলনবিলের আলোর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপন প্রমুখ। এসময় চাটমোহর অনলাইন প্রেসক্লাব ও হান্ডিয়াল প্রেসক্লাবের সদস্যসহ চাটমোহর, ভাঙ্গুড়া, তাড়াশ ও বড়াইগ্রাম উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নৌকা ভ্রমণে শাহজাদপুর, বাঘাবাড়ি, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় চত্বর, বাঘাবাড়ি মিল্কভিটাসহ দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন