যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, গোটা এলাকায় বোমা আতংক বিরাজ করছে। ১৮/৯/২০২১ ইং তাং (শনিবার) রাত ৮টার দিকে পাচকবর এলাকা থেকে আরো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, একটি ভ্যানে করে ককটেল বোমা সাদৃশ্য বস্তু পরিবহন করতে দেখে ওই ভ্যান চালককে স্থানীয় জনগণ আটক করে রাখে। পরে পুলিশে খবর পেয়ে। ঘটনাস্থলে এসে দুইটি ককটেল বোমা সাদৃশ্য বস্তু ও ৪০ পিচ কাঠের লাঠি উদ্ধার করেছে। তিনি আরো জানান, ভ্যান চালক মোঃ হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু দুটি, পরীক্ষা না করে বলা যাচ্ছে না এগুলো ককটেল কি না। এ ঘটনায় পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। এর আগে গত শুক্রবার রাজঘাট এলাকা থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করে তা নিষ্কৃয় করে র্যাব ও পুলিশ। এ সব ঘটনায় এলাকায় বোমা আতংক বিরাজ করছে বলে সচেতন মহল মনে করছে।
#চলনবিলের আলো / আপন