ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী মো: বশির উদ্দিন তালুকদার। সোমবার (১৩ সেপ্টেম্বর) ঝালকাটি থানায় এজাহার দায়ের করেন সদর উপজেলার গাবখান গ্রামের মৃত মোফাজ্জেল তালুকদারের পুত্র মোঃ বশির উদ্দিন তালুকদার। সদর থানার এজাহার নং- ০৭ তারিখ- ১৩/০৯/২০২১ ইং। তিনি এজাহারে উল্লেখ করেন, “ঘটনার দিন( ১২/০৯/২০২১ইং) রাত অনুমান সাড়ে ১০টার সময় আমি মটর সাইকেল যোগে গাবখান বাজার হইতে নিজ বাড়িতে আসার সময় ঝালকাঠি থানাধীন ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান গ্রামস্থ ঠাকুর বাড়ির সামনে আসিলে পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদী (১) সোয়েব আক্তার(২২),, পিতা: মো: ফারুক তালুকদার, সাং গাবখান (২) মো: নাজমুল হোসেন সাগর খান(২২) পিতা মৃত: এনামুল হক খান, সাং জাগুয়া, থানা: কোতয়ালী, জেলা বরিশাল, এ/পি সাং: পুর্ব চাঁদকাঠি, উভয় থানা ও জেলা: ঝালকাঠিসহ অজ্ঞাতনামা ৩/৪ জন বেআইনী জনতাবদ্ধে একত্রিত হইয়া আমার পথরোধ করিয়া দাড়ায়। তখন আমি বিবাদীদের কাছে আমার পথরোধ করার কারণ জিজ্ঞাসা করিলে উক্ত বিবাদীরা অতর্কিত তাহাদের হাতে থাকা দা, লোহার রড, গাছের লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমার মাথার কপালের ডান পাশে লাগিয়া রক্তাক্ত কাটা জখম হয়। ২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে উক্ত বারি আমি ঠেকাতে গেলে আমার বাম হাতে কনুর নিচে অংশে লাগিয়া ফোলা জখম হয়। এছাড়াও ১নং বিবাদী আমার প্যান্টের পকেটে থাকা ৪,৫০০/= টাকা নিয়ে যায়। ঘটনা ঘটাইয়া ২নং বিবাদী মো: নাজমুল হোসেন সাগর খান(২২) পালাইয়া যাওয়ার সময় স্থানীয় লোকেরা আটক করে ঝালকাঠি থানা পুলিশকে খবর দেয়। ২নং বিবাদী ১নং স্বাক্ষী দিপক ভট্টচার্য(২৮) এবং আমি ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। বর্তমানে আমি ও ১নং স্বাক্ষী দিপক ভট্টচার্য(২৮) বর্তমানে হাসপাতালে ভর্তি আছি।”
বাদী আরো জানান, এজাহারে বর্ণিত অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের দেখলে আমি চিনতে পারবো। এ মামলার তদন্ত এর দায়িত্ব প্রদান করা হয়েছে ঝালকাঠি সদর থানার এসআই মনিরুল ইসলামকে। তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, আমি মামলার বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন