বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর হামলায় অতিশীপর বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহতর ঘটনায় অবেশেষে থানায় মামলা দায়ের।
রবিবার রাতে আহত বৃদ্ধর দায়ের করা মামলার বরাত দিয়ে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান- উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের লোকমান শাহ (৭০) এর সাথে তার প্রতিবেশী মৃত রশিদ খানের ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। লোকমানের জায়গা দখল করে দোকান ঘর তোলার পায়তার করছিল তারা। ওই বিরোধের মধ্যে গত মঙ্গলবার রাতে মৃত রশিদ খানের ছেলে দুলাল খান (৪৫), আহসান খান আপাং (৪০), লিটন খান(৩৫)সহ তাদের লোকজন লোকমানের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। বৃদ্ধ লোকমান শাহ তাদের প্রতিবাদ করলে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে তারা। লোকমানের স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে শ্লীলতাহানী ঘটনায় হামলাকারীরা। একপর্যায়ে লোকমান ও তার স্ত্রী তাদের হামলার হাত থেকে বাঁচতে নিজেদের ঘরের মধ্যে গেলে হামলাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও হাতিয়ে নেয় তারা। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় বৃদ্ধ লোকমান বাদী হয়ে উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রবিবার রাতে মামলা দায়ের করেন, নং-৬(১২.৯.২১)। পুলিশ আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি মো. গোলাম ছরোয়ার। সূত্র মতে, স্বাধীনতা বিরোধী মৃত রশিদ খানের পুত্রদের তান্ডবে এলাকার সাধারণ লোকজন অতিস্ট।
#চলনবিলের আলো / আপন