যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা বউবাজারে, লাইসেন্স বিহীন ফার্মেসী ও অনভিজ্ঞ ডাক্তার দ্বারা চলছে, চিকিৎসা নামে অপচিকিৎসা।
সরেজমিনে দেখাযায়, বউবাজার এলাকায়,ফার্মেসীর পাশাপাশি,ডাঃ নাম ব্যবহার করে এলাকার মানুষকে ঠকানোয় এদের পেশা, এদের নেই কোন সরকারী ড্রাগ লাইসেন্স, না আছে ডাক্তারি কোন সার্টিফিকেট।
এলাকার অনেকে অভিযোগ করে বলেন এই সব ডাক্তার দ্বারা যে কোনও সময় রোগী মারা যেতে পারে, এরা এলাকার প্রভাবশালী কিছু মানুষের ছত্রছায়ায় থেকে,দেধারছে লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় ও ডাক্তারের নাম ব্যবহার করে, এলাকার গরিব অসহায় মানুষদের,অর্থলুটে নিচ্ছে, কেউ কিছু বলতে গেলে তেড়ে আসে মারপিট করতে। নাম প্রকাশে অনিচ্ছুক,একজন অভিযোগ করে বলেন, আমার জর মাথা ব্যাথার ঔষধ নিতে গেলে ডাঃ নামে রিপন ৯ টি ক্যাপসুল দিয়ে ২২০ টাকা নিয়েছে,পরবর্তীতে আমি বাজারে ওই ঔষধ কিনতে গেলে মাত্র ১৮ টাকা দাম নিয়েছে। আমি এর বিচার চাই, এবিষয়ে ফার্মেসী ব্যবসায়ী রহমান মেডিকেল রিপনের কাছে জানতে চাইলে, তিনি এ অভিযোগ অস্বীকার করেন, এবং বলেন ভুল হতে পারে, ঔষধের দাম যদি বেশি নিয়ে থাকি ফেরত দিব। এই সব চিকিৎসা নামে অপচিকিৎসা বন্ধ করতে, সচেতন মহল জরুরী ভাবে, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে যশোর সিভিল সার্জন আবু শাহিন বলেন, আমি ইতিপূর্বে এই সকল চিকিৎসক সম্পর্কে অবগত হয়েছি, দ্রত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন