সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে গণপিটুনিতে ১ডাকাত নিহত, ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে আহত ৫

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে গণপিটুনেতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন স্থানীয় ৫ ব্যক্তি। এসময় এলাকাবাসীর ধাওয়ায় অন্যান্যরা ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে ডাকাতি শেষে ৫/৬জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। উক্ত মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীকে অবগত করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়ে বাকিরা পালিয়ে গেলেও একজন গণপিঠুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় স্থানীয়দের মধ্যে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(২২), মানোয়ার হোসেন(২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম(৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০), মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অস্র ও মালামাল উদ্ধার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।