মৃত্যু আমার আসবে, বেদনার ঝড়হয়ে মৃত্যু আসিতেছে,
দিন যায় সময় যায়, ভাবিনিরবে,
আমি কেনো আসিলাম এই ধরাতে, জমিনে পাঠালে বিধি কিসের কারনে।
কবর আমায় ডাকছে হাতছানি দিয়ে, জবাব কিছু নেই, আমার প্রশ্ন করিলে, হাজার রকম ব্যস্ততায় দিন গেলো মর বয়ে, কিছুই গর্চিত নাই, কবরটাকে দিতে।
খুরছি আমি ভবের মাঝে ভবের মাইয়াতে,
পাপ পূর্ণের হিসেব নেই,উপায় হবে কি? শৈশব গেলো যৌবন গেলো আসলো ভাঠি কাল, এই জীবনে পেলাম নাতো সুখের ঠিকানা, পর জনমে বিধি তুমি দিও মোরে ঠায়।
পৃথিবীতে আপন বলে আমার কিছু নেই,স্বার্থের টানে চেনা মানুষ খনিকের আপন হয়।
জীবনটাকে হেলাপেলায় পার করিলাম দিন,আসল রেখে নকলের টানে ঘুরলাম জীবন ভর।
মৃত্যু আমার আসবে ঠিকই বুঝতে পারিনি,নিজের ভুলে নিজেয় দোষী আমি হলাম পাপি, মৃত্যুর পরে কেমন রবো জানতে পারিনা। ভয় হয় কষ্ট হয় ভাবি নিরবে,আপন আপন করি যাদের তারাই হবে পর, একলা এলাম একলা যাবো সংগের সাথী নেই।
যাবার কালে সবাই কাঁদবে সাথী কেহ হবেনা, এমন সময় কষ্টের ভাগ কেউ বন্ধু নিবেনা,
কেমন করে রবো আমি মাটির কবরে, অন্ধকার এজীবন নিয়ে আছি বিপাকে,
অল্প সময় দিয়ে বিধি পাঠালে এভূবণে,শ্বপ্নের ন্যায় সময় গেলো পেলামনা কোনও সাদ।
মৃত্যু তুমি আসার আগে সময় দিও মোরে, আমি যেনো মা জননীর কাছে কেঁদে কেঁদে বলতে পারি, মাগো আমায় ক্ষমা করো তোমার বাছা তোমায় ছেড়ে যাচ্ছে পরপারে।
মৃত্যু আমার আসবে আছি অপেক্ষায়, কেমন করে রবো মাগো মাটির কবরে।
মৃত্যু তুমি আসার পরে সুখে রাখার মালিকটাকে অনুরোধ করিও, তিনি যেনো মৃত্যুর পরে আমায় সুখে রাখে।
পৃথিবীর সব ছেড়ে যাবো কবরে,বিধি তুমি কবরটাকে সুখের বাগান বানিয়ে দিও একটু দইয়া করে।
#চলনবিলের আলো / আপন