সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, ৩ দালাল আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

মানিকগঞ্জ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধের রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এমন তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদের নির্দেশনায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। অভিযান চালিয়ে তিন দালাল কে আটক করে ডিবি পুলিশ। এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি)  মোঃ নজরুল ইসলাম। আটককৃত দালালরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে বলে জানান,ডিবি ( ওসি)মোঃ নজরুল ইসলাম।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দালালরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত দালালদের মোবাইল কোর্টের মাধ্যমে শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি,এস এম আবু দরদা আটককৃত তিন দালালকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এসময় মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি)  নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করি। জেলার কোনো হাসপাতালেই দালালদের দ্বারা রোগীদের কোনো ভোগান্তি সহ্য করা হবে না। আমরা জেলা ডিবি পুলিশ চেষ্টা করছি  জেলার প্রতিটা হাসপাতালকে দালাল মুক্ত করতে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।