বুধবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে উমারপুর ইউপি কার্যালয় থেকে প্রধান মন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করা হয় ৷ চৌহালী উপজেলার অবহেলিত জনপদ চরাঞ্চলের উমারপুর ইউনিয়নের নদী ভাঙন ও বানভাসিদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ দূর্যোগ মন্ত্রানালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(ডিডিএম) এর আয়োজনে ৬ শত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ ৫ শত টাকা বিতরণ করা হয় । ৷ এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ( অতিঃ দায়িত্ব) মোঃ আনিসুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ হাই ভুট্ট, ট্যাগ অফিসার মো. সাজেদুল ইসলাম ও উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল প্রমূখ ৷
আব্দুল মমিন মন্ডল এমপি বলেন, চৌহালীর ক্ষতিগ্রস্থ সকল ইউনিয়নে পর্যায়ক্রমে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ৷ বঙ্গবন্ধুর বাংলায় কেউ না খেয়ে থাকবেনা ৷ এছাড়াও তিনি বিকাল ৩টায় চৌহালী সরকারি কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত, প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চেক বিতরণ ও সোনার তরি রেসকি বোটের উদ্বোধন করেন ৷
#চলনবিলের আলো / আপন