ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামে ৪০ শতক জমির সবজী ক্ষেতের করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার সকালে এলাকার লোকজন দেখতে প্রায় গাছ কেটে দেওয়ার দৃশ্য।এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে।
পুলিশ জানায়,ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি এলাকার সবজি চাষী গোবিন্দ বর্মন এ বছর ৪০ শতক জমিতে করলার চাষ করেন।ইতোমধ্যে ওই জমি হতে ৩মন সবজি বিক্রি করেন ৩ হাজার টাকায় ।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্র্বৃত্তরা গোবিন্দ বর্মনের সবজি ক্ষেতের সব গাছ কেটে দেয় এবং তুলে ফেলে।এতে তার দেয় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন চাষী গোবিন্দ।
#চলনবিলের আলো / আপন