পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ইউনিয়নের ঐতিহাসিক চলনবিলে মাগুড়া গ্রামে তৃতীয় বারের মত নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নৌকা বাইচের উদ্বোধন করেন পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল। নৌকা বাইচের আয়োজন করে দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ রানা। প্রতিযোগিতার প্রথম দিনে মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে।
আয়োজক কমিটি জানায়, ২৪ টি নৌকাকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। লীগ পদ্ধতিতে আজকে সহ আগামী প্রতিটি নৌকা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নৌকা বাইচের উদ্বোধনী দিনে পাবনার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী বৃন্দ। প্রতিযোগিতা পরিচালনা করেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন।
#চলনবিলের আলো / আপন