চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ৭ কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য(গাঁজা)সহ মোঃ সাত্তার মোল্লা (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার উত্তর কলকতি দরিপাড়া গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে ।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, র্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭জুন)১১টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন রুপসী বাজারস্থ এলাকা হতে আসামীকে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট থেকে ০৭ (সাত) কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
জানা গেছে , আসামী দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য (গাঁজা) নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।