সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদ থেকে এলাকার নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৪ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয় ৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, ট্যাগ অফিসার মোঃ সাজেদুল ইসলাম, উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আঃ মতিন মন্ডল, ইউপি সচিব সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ৷
মোঃ মজনু মিয়া বলেন, উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বন্যাকবলিত একটি পরিবারও না খেয়ে থাকবেনা। পর্যায় ক্রমে সকলেই ত্রাণ পাবে।
তিনি আরও জানান, চৌহালীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ চলছে ৷
#চলনবিলের আলো / আপন