যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ নিহত মটর সাইকেল আরোহী উপজেলার পৌর-নওয়াপাড়ার ৩নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪৫) ৷ জানা গেছে, নিহত মিজানুর রহমান হিমালয় সিমেন্ট ফ্যাক্টরীতে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সর্দার মিলের সামনে আসলে যশোর-গামী মালবাহী ট্রাক-যার রেজিঃ নং (ঢাকা মেট্টো-ক- ২০-২১২০ ) উল্টে গিয়ে মটর সাইকেল চাপা দেয় ৷ ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷
এলাকাবাসী জানান হাইওয়ে রাস্তায় বিভিন্ন স্থানে, ভেঙ্গে গর্তে পরিনত হয়েছে ট্রাকের ডান পাশের পিছনের চাকা, একটি গর্তে পড়ে টাইয়ার ব্লাষ্টহয়ে ট্রাকটি উল্টে এদূর্ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটে চলেছে, যা কতৃপক্ষে দেখেও দেখেনা।
এবিষয়ে
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুলাহ জানান, ৫ সেপ্টেম্বর ( রবিবার)রাত ৯.৪০ মিনিটের সময় সরদার মিলের গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে লোডবাহী ট্রাক উল্টে গিয়ে মটর সাইকেল আরোহী চাপা পড়ে এদূর্ঘটনা ঘটে ৷ ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে ৷ উদ্ধার কাজ চলছে ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷
#চলনবিলের আলো / আপন