সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

চলনবিলের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পাবনার চাটমোহর উপজেলার সমাজী ভবনে ‘চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্রে  সেলাইয়ের কাজ শেখানোর পাশাপাশি নারীদের তৈরী শিল্পপণ্য বিক্রিও করা হবে।

৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে অস্ট্রেলিয়ার সেবা ও আল্টারনেটিভ অ্যাপ্রোচ’র সহযোগিতায় এলজিইডি’র উইকেয়ারের প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজীর সভাপতিত্বে ও অস্ট্রেলিয়া প্রবাসী ডা: আহমদ শরীফ শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ডা: পারভেজ করিম। শুভেচ্ছা বক্তব্য দেন আল্টারনেটিভ অ্যাপ্রোচের মাসুমা মান্নান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অস্ট্রেলিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল চৌধুরী। আরো বক্তব্য প্রদান করেন, অস্ট্রেলিয়া প্রবাসী ডা: শাহেদ আলম, সেবার প্রকল্প পরিচালক মনিরুজ্জামান, ডা: সোহেলী, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।