পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের ১০৩ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ০৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার
জনাব সৈকত ইসলাম এর সভাপতিত্বে সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০৩ জন নারী ও পুরুষ গ্রামপুলিশের মাঝে ১০৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই শাবান, ১৪৪৭ হিজরি
চাটমোহরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১