আলমডাংগায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় চুয়াডাঙ্গা আলমডাংগা হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত হোসেনের ছেলে হাফিজুর রহমান মাদক ব্যাবসায়ী, মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন চুয়াডাঙ্গা জজ কোর্ট। ২০১৪ সালে ওসমানপুর ক্যাম্প ইনচার্জ এ বিবরণীতে জানান, ২০১৪ সালে গাজাসহ আসামি ধরা পড়লে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সাক্ষী প্রমাণে চুয়াডাঙ্গা জজ কোর্ট আসামীর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পরিপ্রেক্ষীতে, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাংগা ওসমানপুর ক্যাম্প ইনচার্জ এসআই হাসনাইন সোহান সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় বাজার থেকে গ্রেফতার করেন তাকে।আজ শনিবার জড়িত মামলায় তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।
#চলনবিলের আলো / আপন