পাবনায় উপজেলার নগরবাড়ী ঘাট যমুনা নদী পাড়ের সরকারী জমি দখল পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর অবৈধ বাজার নির্মাণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন জানান, পাবনা-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু জেলার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর কিছু অংশ বালু দিয়ে ভরাট করে আনুমানিক ৫ একর জমিতে এমপি বাজার নামক বাজার তৈরী করেছেন। দখলকৃত জমির বেশিরভাগ অংশ সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এবং নদীর সরকারী খাস জমি।
যমুনা নদীর অংশ ভরাট করে গড়ে তোলা বাজারটিকে আধাপাকা দোকান তৈরী করা হয়েছে এবং দোকানগুলো সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন বলে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নদী রক্ষা কমিটিসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক আরো জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় তদন্ত কমিটি গঠনে কাজ শুরু করেছে। দ্রুততম সময়ে কমিটি ঘটনা তদন্তে কাজ শুরু করবে।
পাবনা ২ (সুজানগর -বেড়া আংশিক) আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ২০১৮ সালে আওয়ামীলীগের সাংসদ থাকাকালে নগরবাড়ী ঘাট এলাকায় সরকারি জমি দখল করে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে ভরাট করেন। পাশের সড়ক ও জনপথের জমিও দখলে নিয়ে, ২৬৪টি প্লটে ভাগ করে, প্রতি প্লট দেড় থেকে দুই লাখ টাকা দরে বরাদ্দ দেন স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।
সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
পাবনায় সরকারি জমিতে সাবেক এমপির অবৈধ বাজার, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১