পাবনা সাঁথিয়া তাঁত বোড বেসিক সেন্টার পক্ষ থেকে করোনা ভাইরাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ২২০ জন তাঁতী নারী পুরুষের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব এস,এম, জামাল আহমেদের সভাপতিত্বে (২সেপ্টেম্বর )বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় উপজেলা টেনিস মাঠে তাঁতীদের মাঝে চাউল বিতরণ করা হয়। এসময় অথিতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের সহ -সভাপতি এম, জি, মোস্তফা, বাংলাদেশ তাঁতী লীগ পাবনা জেলা শাখা সদস্য সচিব মোঃ সোহরাওয়ারদি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। উপজেলা পরিষদের ভইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান শিলা, সাঁথিয়া ২ নং তাঁতী সমিতির সভাপতি আবু সামা সহ আওয়ামী লীগের নেতা র্কমী উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন