সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক শিল্প উপ-মন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত সোয়া ৩ টায় মৃত্যুবরণ করেছেন। ( ইন্না……রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে তিনি গত ২৫ জুলাই ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ এক মাসেও তার শারিরীক অবস্থার উন্নতি না হলে গত ২৯ আগস্ট উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান। আজ শুক্রবার বাদ জুম’আ শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর এলাকার চুনিয়াখালিপাড়া শাহ্ মখদুম কবর স্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে এমপি স্বপনের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, শাহজাদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন। অপর দিকে এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন শাহজাদপুর উপজেলা লাইব্রেরির সমিতি।
#চলনবিলের আলো / আপন