শনিবার , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

অটোরিক্সার যানজটে অতিষ্ট শাহজাদপুর পৌরবাসী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ব্যাটারী চালিত অটো রিক্সার দখলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহর। অবৈধ যানবাহন চালকদের দাপটে দিনরাত লেগেই থাকে যানজট। ফলে নাগরিকদের পোহাতে হয় চরম দুর্ভোগ । ব্যাটারি চালিত অবৈধ রিক্সা গুলো শহরে যানজটের অন্যতম কারণ। এছাড়াও অদক্ষ চালকদের বেপরোয়া চলাচল আর যত্রতত্র পার্কিং এর কারনে ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী,ক্রেতা- বিক্রেতা সহ প্রয়োজনীয় কাজে আসা সাধারন জনগনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো ছাড়াও অলি গলিতে ব্যাটারী চালিত রিক্সার ছড়াছড়ি। আবার রিক্সাগুলোতে লাগানো অবৈধ এলইডি লাইট রাতের বেলায় পথচারীদের চরম বিড়ম্বনা এবং উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ণের কারনে হচ্ছে শব্দ দুষন। উচ্চ শব্দের কারনে বাসাবাড়ির শিক্ষার্থী, অসুস্থ রোগী সহ সাধারন মানুষও অস্বস্থিতে ভুগছেন।শুধু তাই নয়, অটোরিক্সা চার্জের কারনেও ঘাটতি হচ্ছে প্রচর বিদ্যুতের। ফলে লোড শেডিং আরও বেড়েই চলেছে। এ সব যানবাহনের কারনে বিসিক মোড়,দিলরুবা বাস স্ট্যান্ড,পৌরসভা রোড,কাপড় হাট সহ পৌরশহর জুড়েই সৃষ্টি হচ্ছে চরম যানজট।
অবৈধ অটো রিক্সার ছড়াছড়ি এখন শাহজাদপুর শহরের অলিগলি।কর্তৃপক্ষের উদাসীনতা আর সঠিক তত্বাবধানের অভাবে শহরে অটোরিক্সা আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে এ সব যানবাহন অহরহ চলাচল করলেও মাথা ব্যথা নেই বলে দাবী করেন সচেতন মহল। কয়েকটি রিক্সা স্ট্যান্ডে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক রিক্সা চালক জানায়,শহরে বর্তমানে ৫-৬ হাজার ব্যাটারী চালিত রিক্সা চলাচল করছে। তবে পৌরসভার অফিস সুত্রে জানা যায়,২ বছর আগে ২ হাজার অটোরিক্সার লাইসেন্স দেয়া আছে। করোনা কালীন বছরে হয়ত আড়াই হাজার হতে পারে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।