বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় গৃহবধুকে ইভটিজিং করার প্রতিবাদে দোকান-বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আহত-২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের আদর্শগ্রাম মহল্লায় দোকানি গৃহবধুকে ইভটিজিং করার প্রতিবাদে দোকান-বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ওই নারী দোকানিকে ইভটিজিং করে পাশ্ববর্তী চরসাতবাড়িয়া গ্রামের শাহাদত, আসাদুল ও রঞ্জু নামের তিন দুস্কৃতিকারী। এ ঘটনার প্রতিবাদ করলে শাহাদত বাহিনীর ১০/১২ জন সন্ত্রাসী এসে গৃহবধু শারমিনের দোকান – বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বীরদর্পে চলে যায়। পরে উল্লাপাড়া মডেল থানায় গৃহবধুর শ্বাশুড়ী রোকেয়া খাতুন বাদী হয়ে এ ঘটনায় একটি অভিযোগ করে।

থানায় অভিযোগে গৃহবধুর শ্বাশুড়ী রোকেয়া জানান, তার নিজ বাড়ীর মুদি দোকানের সামনে দিয়ে বুধবার সন্ধ্যায় তার পুত্রবধু শারমিন সুলতানা রাস্তায় হাটাহাটি করছিল। এ সময় উপজেলার চরসাতবাড়ীয়া গ্রামের শাহাদত, আসাদুল ও রঞ্জু নামের ৩ ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে তার গৃহবধু শারমিনকে উত্যক্ত করে। এ ঘটনায় গৃহবধুর শ্বাশুড়ী রোকেয়া আগাইয়া গেলে তাকে চর, থাপ্পড় মারিয়া টানা হেছরা করে ও পড়নের জামা ছিড়িয়া ফেলে শ্লীলতাহানী করার চেষ্টা করে। গৃহবধু ও গৃহকর্তীকে এ সময় ইভটিজারদের কবল থেকে উদ্ধারের সময় গৃহবধু শারমিন(৩০) ও রোহান (১৪) নামের দুই জন আহত হয়। এ ঘটনায় গ্রামবাসী আগাইয়া এলে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা তাদের জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পরেক্ষণে সন্ধ্যার দিকে শাহাদত ও আসাদুল বাহিনীর ১০/১২ জন অজ্ঞাত নামা সন্ত্রাসী হামলা চালিয়ে ওই গৃহবধুর দোকান ও বাড়ীঘর ভাংচুর করে দোকানের মালামাল, স্বর্ণালস্কার ও নগদ টাকা পয়সা লুটপাট করে। হামলার স্বীকার গৃহকর্তী রোকেয়া আরো জানান, সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে তার পরিবারের।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও ডিউটি অফিসার আব্দুল আজিজ মন্ডল জানান, এ ঘটনায় গৃহবধুর শ্বাশুড়ী রোকেয়া খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।