শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরের হান্ডিয়ালে চাঞ্চল্যকর হাবিব হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২০

চলনবিলের আলো অফিস:

পাবনার চাটমোহরের হান্ডিয়ালে কলেজ ছাত্র হাবিবুর রহমান (২১) কে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ১৭ জুন দুপুরে নিহত হাবিবুরের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এবং আকস্মিক ভাবে এলাকার জনসাধারন আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে হান্ডিয়াল বাজারের মসজিদ রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

নিহত পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্য পাঠ করেন নিহত হাবিবুরের ছোট চাচা মোঃ র“হুল আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ জুন রবিবার সন্ধা ৭.৪০ ঘটিকায় হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের গলিতে আমার ভাতিজা হাবিবুর রহমান (হাবিব) কে অত্র এলাকার প্রভাবশালী পরিবারের বখাটে কিছু কুখ্যাত সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাকে উপর্যুপুরি আঘাত করতে থাকে এবং তাদের হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে হাবিবের বুকের পাজরে আঘাত করে এক পর্যায়ে সে ঘটনা স্থলেই মৃত্যুর কোলেই ঢলে পরে। দীর্ঘদিন যাবৎ এরা স্কুল কলেজ গামী ছাত্রীদের উত্ত্যক্ত সহ অসামাজিক কর্ম কান্ড করে আসছে এবং এরা এলাকায় চিহ্নিত নেশা খোর বলে পরিচিত এছাড়া অপরাধমূলক কর্মকান্ডে জরিত, তাদের কারনে এলাকার সাধারন মানুষ ভীতসন্ত্রস্থ যাহার শেষ পরিনতি এই যে আমার ভাতিজার নির্মম হত্যা কান্ড। বক্তব্যে নিহত পরিবারের পক্ষ থেকে খুনিদের দ্রুত গ্রেফতার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয়।

এ ঘটনায় নিহত হাবিবের পিতা হান্ডিয়াল নিকাড়ি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৫ জুন এজহার নামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং ১১। হাবিব হত্যার আসামিরা হচ্ছে, ১. কাওসার আহমেদ কাজল (২৫) পিতা মোঃ দুলাল হোসেন, ২. মোঃ রনি আহমেদ (২৪) পিতা আব্দুর রাজ্জাক মাস্টার, ৩. রাসেল আহমেদ (২৪) পিতা মোঃ রওশন আলী, ৪. রাকিবুল হাসান (২১) পিতা জাকির হোসেন, ৫. আসিফ হোসেন (২০) মোঃ গোলবার হোসেন, ৬. আব্দুলাহ (২১) বকুল হোসেন, ৭. শাহেদ আলী (২২ পিতা মোঃ আব্দুল মাজেদ, ৮. মোঃ ইমরান হোসেন (২২) পিতা মোঃ সোহেল রানা,৯. শামীম আহমেদ (২৫) পিতা আব্দুল লতিফ ১০. হামজালাল (২০) মোঃ সাদ্দাম হোসেন, ১১. নাহিদ খন্দকার (২০) পিতা কালু খন্দকার সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

নিহত হাবিবুরের চাচা রুহুল আমিন জানান, আমরা করোনা’র কারণে পরিবারের পক্ষ থেকে মানব বন্ধনের সিদ্ধান্ত থেকে সরে আসলেও এলাকাবাসী আকস্মিক এ মানব বন্ধন করে। এলাকাবাসি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জোড় দাবী জানায়।

এ বিষয়ে, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দীন বুধবার দুপুরে জানান, এ ব্যাপারে এজহার নামীয় ১১ জনসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। আসামীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।