রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শোকের মাসব্যাপী অসহায়দের খাবার খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

নাটোরের সিংড়ায় শোকের মাসব্যাপী অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খাবার খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা সজিব। নাসিমুজ্জামান সজিব সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর শহরের নিংগইন এলাকার স্থায়ী বাসিন্দা। সে পেশায় একজন মৎস্য খামারী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ১লা আগষ্ট থেকে ৩১শে আগষ্ট প্রায় ৯০ জনকে একবেলা পেটপুরে খাবার খাইয়েছেন সজিব। ছাত্রলীগ নেতা ছালেক, সাগর, রুহুল, মিতুল, জীবন ও বুলবুলের সহযোগিতায় অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খুঁজে খুঁজে রেস্টুরেন্টে এনে মাসব্যাপী খাবার খাওয়ান সজিব।

সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব বলেন, আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আমার এ উদ্যোগ। শুধু শোকের মাস নয় সারাবছর অসহায়দের খাবার খাওয়ানোর ইচ্ছে আছে। এছাড়াও মানবিক ও মাদকবিরোধী কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।