সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় গত ২৬ (অগষ্ট) বৃহস্পতিবার রাতে রানীহাট আঞ্চলিক সড়ক দিয়ে মটরসাইকেল নিয়ে যাচ্ছিল তুষার। তুষার হঠাৎ করে মটর সাইকের ষ্পিড বারিয়ে দেয় তাড়াতাড়ি পৌছানোর জন্য কিন্তু তারপর আর ষ্পিড কমাতে না পারায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাল গাছের সাথে ফুল ষ্পিডে ধাক্কা খায় এমতস্থায় চালক তুষারের পা দু ভাগ হয়ে পরে চিহ্ন হয়ে যায় এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাঁর বয়স (২১) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তুষার মারা গেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুস সালাম ওরফে ভুট্টোর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তুষারের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাগাড়ী বাজার এলাকায় তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
#চলনবিলের আলো / আপন