বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতা চাঁন’র স্ত্রী বিয়োগে আওয়ামী লীগের শোক ও সমবেদনা জ্ঞাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন এর স্ত্রী খোন্দকার জুঁই বেগম (২৫) স্পাইনালকর্ড সমস্যা নিয়ে শুক্রবার ঢাকার একটি হাসপাতালে অপারেশন কক্ষে শেষ নিঃশ^াষ ত্যাগ করেছেন, (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও আড়াই বছরের একটি মেয়ে রেখে গেছেন।
চাঁন এর স্ত্রী অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শনিবার শোক বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু সালেহ লিটন স্থানীয এমপি আলহাজ¦ আবূর হাসানাত আবদুল্লাহর পক্ষ থেকে জানাজায় উপস্থিত থেকে গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৈলা মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম চাঁন এর স্ত্রী খোন্দকার জুঁই বেগমের অকাল মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শনিবার বাদ যোহর মরহুমার নিজ বাড়ি উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জুঁই বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ নির্বাচিত সকল সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।