নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলসা বিল থেকে আরজু (৩০) নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরজু পাশর্^বর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে। পেশায় তিনি নৌকা চালক ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে বিলদহর নদীর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার দুপুর ২ টার দিকে গুরুদাসপুরের হরদমা গ্রামের তার নৌকার সন্ধান পাওয়া যায়। নৌকায় রক্তের দাগ রয়েছে বলে জানা গেছে। খুঁজে পাওয়া যায়নি নৌকা চালককে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরজুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিখোঁজের দু’দিন পর মাঝির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১