জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গুরুদাসপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য অফিস। শনিবার বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর কবিরের কার্যালয়ে ওই মতবিনিময় হয়।
এসময় সাংবাদিকদের সাথে মৎস্য সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন মৎস্য কর্মকর্তা। তিনি ২৮ আগস্ট থেকে ৩ অক্টোবর পর্যন্ত মৎস্য সপ্তাহের গৃহিত কর্মসূচিগুলো সাংবাদিকদের অবহিত করেন। এবারের স্লোগান হলো, “বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি”। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আবুল কালাম আজাদ, আলী আককাছ, মো. আনিসুর রহমান, দিল মোহাম্মদ, মো. রাশিদুল ইসলাম, মো. আখলাকুজ্জামান, মো. মাজেম আলী, মো. সাজেদুর রহমান, মো. মিজানুর রহমান, জালাল উদ্দিন, মো. এমদাদুল হক, শাকিল আহম্মেদ প্রমুখ।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১