শুক্রবার ২৭ শে (আগষ্ট) ৪.৩০ মিনিটে বাদ জহোর পবিত্র জুম্মার নামাজ শেষে শাহ শরিফ জিন্দনি (রা) এর মাজার শরিফে ১৫,১৭,২১,বঙ্গ বন্ধু শেখ মুজিবর সহ সকল শহিদের বিদায়ী রুহের মাগফেরাত কামনা জন্য এক বিশাল মিলাত মাহ ফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন (রায়গঞ্জ, তাড়াশ,সঙ্গালন,সিরাজগঞ্জ,৩) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি চেয়ারম্যান সাবেক পেট্রোল বাংলার চেয়ারম্যান সাবেক ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়াম্যান,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্ট মন্ডালীরঅন্যতম সদস্য,ঐতিহাসিক চলন বিলের কৃতি সন্তান প্রফেসর ডঃ মোঃ হোসেন মনসুর স্যার। ও সিরাজগঞ্জ ৬৪-৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুর আজ্জিজ সাহেব, এছাড়া এই অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তাড়াশ উপজেলার সভাপ্রতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর সামাদ তালুকদার, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীঃ সঞ্জিত কর্মকার,তাড়াশ উপজেলার উপজেলা চেয়াম্যান (প্রফেসর) মোঃ মনিরুজ্জামান মনি,উপজেলা নওগাঁ ইউনিয়ননর সাধারন সম্পাদক মোঃ আলহাজ উদ্দিন ইলহাজ,এছারা আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার খাঁ, এবং আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ আওয়ামীলীগের ত্রিনও মুল পর্য্যায়ের নেতৃবিন্দু। এবং সকল নেতা কর্মী বঙ্গবন্ধু সহ সমস্ত শহিদের রুহের মাগফেরাত কামনা করেন ও শাহ -শরিফ জিন্দনী (রা)এর মাজার শরিফে প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্টানটি সমাপ্ত হয়।
#চলনবিলের আলো / আপন