মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় অবৈধ বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি, ইয়াবা, বিদেশী মদ ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

পাবনায় অবৈধ অস্ত্র ১ টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি, ১৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাজাসহ ১ জন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। গতকাল ২৬ আগস্ট, ২০২১ তারিখ ভোর ০৫.০৫ ঘটিকার সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি অভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার আতাইকুলা থানাধীন গণেশপুর সাকিনস্থ মোঃ শাহীন আলম, পিতা-মৃত রইচ উদ্দিন এর পুরাতন বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী আসামী মোঃ শাহীন আলম (৩৫), পিতা-মৃত রইচ উদ্দিন, সাং- গণেশপুর, থানা- আতাইকুলা, জেলা- পাবনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারপূর্বক আসামীর নিকট হতে অবৈধ অস্ত্র ১টি বিদেশী রিভালবার, ৫ (পাঁচ) রাউন্ড গুলি এবং ১৬৪ (একশত চৌষট্টি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১ (এক) কেজি গাজা ও ২ (দুই) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য বিদেশী মদ উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে স্বীকার করে যে, সে দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্র, গুলি ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ ও গাজা নিজের হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। এছাড়াও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে অত্র এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী ও ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল এবং ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী অবৈধভাবে উপার্জিত টাকা অবৈধভাবে দেশে-বিদেশে পাচার করিয়া আসিতেছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।