পাবনায় চুরি যাওয়া ইজিবাইক ও ইজিবাইকের ০৫টি ব্যাটারিসহ চোর কে আটক করেছে পাবনা সদর ফাঁড়ী পুলিশ। আটককৃত ব্যাক্তি পাবনা সদর দ: রাঘবপুর নিকেরি পাড়া এলাকার মৃত. শাহাবুদ্দিনের ছেলে মো.তুষার (২৭)। উল্লেখ্য, পাবনা সদর দ: রাঘবপুর এলাকার মো.আ: জলিলের ছেলে বাদি মো.শাকিল হোসেন থানায় হাজির হয়ে লিখিত ভাবে জানান, গত ২০-০৮-২০২১ তারিখ ১০.৩০ হতে ২১-০৮-২০২১ তাং: ভোর ৬.৩০ এর মধ্যে যে কোন সময় তার অটো ইজিবাইক ও ইজিবাইকের ০৫টি ব্যাটারিসহ অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করলে সদর ফাঁড়ীর ইন্সপেক্টর আবুল কালাম এর নেতৃত্বে এস আই কান্তি কুমার মোদক ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত করে এবং ইজিবাইক ও ইজিবাইকের ০৫ টি ব্যাটারিসহ মো. তুষার (২৭) নামের একজনকে আটক করে। পাবনা সদর ফাঁড়ীর ইন্সপেক্টর আবুল কালাম জানান, অটো গ্যারেজের নাইট গার্ড কে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চোর ইজিবাইকটি চুরি করেছিল। এ সংক্রান্তে সদর থানায় মামলা নং- ৮২, তাং: ২১-০৮-২০২১ খ্রি. ধারা – ৩৮০ পেনাল কোড রুজু হয়েছে।
#চলনবিলের আলো / আপন