বরিশাল থেকে আগৈলঝাড়া বাড়ি আসার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছে। আহত হয়েছেন অপর এক জন।
আহত, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রত্ন পুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত মালেক শাহ্র ছেলে ইকবাল শাহ্ তাদের বহনকারী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত ইকবাল শাহ্র ভাই রিপন শাহ্ জানান, বৃহস্পতিবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল গিয়ে লঞ্চ না পেয়ে রাত সাড়ে দশটায় মোটরসাইকেলে আগৈলঝাড়ার বাড়ি আসার পথে বারপাইকা গ্রামের মৃত মালেক শাহ্র ছেলে ইকবাল শাহ্ (৪৫), তার ছেলে রাহাত শাহ্ (১২) ও ভাই দুলাল শাহ্র ছেলে তানজিম শাহ্ (২১) জয়শ্রী এলাকায় সাজু ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক দিয়ে আসা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল শাহ্ ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা ইকবাল শাহ্র ছেলে রাহাত শাহ (১২) ও ভাতিজা তানজিলকে (২১) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতেই ইকবালের ছেলে রাহাত শাহ ও ভাতিজা তানজিলকে উন্নত চিকিৎসার জন্য বরিমশাল শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা আগারগাঁও নিউ রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা তানজিল শাহ্ মারা যায়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক আলী আর্শাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন