বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ মিনারে ছাত্রলীগ নেতার এ কেমন অবমাননা!

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১

নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ছাগল, তেল ও রান্নার পাতিল নিয়ে ফটোসেশান করেছেন ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ফরহাদ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শহীদ মিনারে ওই ফটোসেশান করায় সুধী সমাজে চলছে সমালোচনা।
ছবিতে দেখা যায়, ওই শহীদ মিনারের ওপর ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সহ চারজন খিচুড়ি রান্নার পাতিল ও তেল সামনে দাঁড়িয়ে আছেন। অপর একজন ছাগল নিয়ে বসে আছেন। জানা যায়, আসন্ন খুবজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খিচুড়ি ভোজের আয়োজন করেন। সেই আয়োজনকে কেন্দ্র করেই ফেসবুকে প্রচারের জন্য শহীদ মিনারের ওপর ছাগল নিয়ে ফটোসেশান করেন তিনি। পরে ফেসবুক থেকে ছবিটি ডিলিটও করা হয়েছে। কিন্তু ছবিটি মোবাইলের স্ক্রীনশট দিয়ে রাখেন অনেকেই। শহীদ মিনার অবমাননার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

এদিকে ফেসবুকে ওই ছবি পোস্ট করার কথা স্বীকার করে ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, শহীদ মিনার আমাদের মুক্তমঞ্চ। বঙ্গবন্ধুর দোয়া মাহফিলের পূর্বে ছবিটি তোলা হয়। তাছাড়া বাংলাদেশের সব শহীদ মিনারেই মানুষ দাঁড়ায় এবং আড্ডা দেয়। এখানে শহীদ মিনারকে অবমাননা করা হয়নি।

তবে খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের স্মরণেই শহীদ মিনার। সেই শহীদ মিনারকে অবমাননা করার সুযোগ কারো নেই। ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি আমরা যখন শ্রদ্ধা জানাই তখন এ ধরণের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে অবশ্যই শহীদ মিনারের অবমাননা করা হয়েছে। অবমাননাকারী যেই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, খোঁজ নিয়ে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।