দেশে কোন আইপি টিভির অনুমোদন নেই, অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে সরকার অচিরেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
শুক্রবার ( ২০ আগষ্ট) দুপুরে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এ পর্যন্ত সাতশ আইপি টিভির আবেদন জমা পড়েছে, গুরুত্বের সাথে যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে, বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে সকর আইপি টিভির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ আগস্ট, ২০২১