চাটমোহর উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে চিকিৎসা সহায়তার অনুদান প্রাপ্তদের মাঝে চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও চেক প্রদান করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ হামিদ মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় যথাক্রমে মো: ইছাহক আলী মানিক, মোছাঃ ফিরোজা পারভিন, সাবেক মেয়র সাবেক উপজেলা আ: যুগ্ম সাধারন সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, খন্দকার মাহবুব এলাহি বিষু, পৌর আঃ লীগের সভাপতি, কাউন্সিলর মোঃ নাজিমদ্দিন মিয়া সহ চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বোমোট ২৬টি চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এ সময় আগষ্ট মাসে সকল শহীদদের জন্য দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালণ ও দোঁয়া মাহফিল করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের ইমাম মৌঃ মোঃ সিদ্দিকুর রহমান।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার চেক প্রদান
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১