পাবনার আটঘরিয়ায় পূর্ব শক্রুতার জেরকে কেন্দ্র করে জোসনা খাতুন (৩৫) নামক এক গৃহবধুকে মারাক্ত ভাবে পিটিয়ে জখম করা হয়ছে। গুরুতর আহতদের অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উজ্জল হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১৮ আগষ্ট বুধবার বিকাল চারটার সময় দেবোত্তর দক্ষিণপাড়া গ্রামে।
অভিযোগে জানা গেছে, উপজেলার দেবোত্তর দক্ষিণপাড়া গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী মোছাঃ জোসনা খাতুন বাড়ীতে কাজ করছিলেন। এসময় একই এলাকার নবীর উদ্দন, পারভীন খাতুন, আয়শা খাতুন লাঠি শোঠা বাটাম দিয়ে ঘর থেকে ওজাসনা খাতুনকে বের করে বেধরক মারপিট করলে সে মাটিতে পড়ে যায়। জোসনা খাতুনের আত্ম চিৎকারে তার স্বামী উজ্জল হোসেন এগিয়ে আসলে তাকেও ব্যাপক মারধর করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় জোসনা খাতুনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেকক্সের ভর্তি করা হলে তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
বাদী উজ্জল হোসেন আরও জানান, আমার স্ত্রী জোসনা খাতুন ঘরের মধ্যে কাজ করছিলেন। হঠাৎ করে নবীর উদ্দিন, পারভীন, আয়শা লাঠিশোঠা বাটাম নিয়ে অর্তকিতভাবে ঘরের ভিতরে ঢুকে এলাপাথারিভাবে টেনে হেচড়ে বের করে বারান্দায় ফেলে কিলঘুষি লাথি এবং লাঠি দিযে ব্যাপক মারপিট করে। রিপোর্টে আমার স্ত্রীর মেরুদন্ডের হাড় ভেঙ্গে গেছে। আমার স্ত্রী জোসনা খাতুন বর্তমানে সদর হাসপাতালে অর্থাপ্যাথলোজি বিভাগে ৩৩নং বেড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
#চলনবিলের আলো / আপন