বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শার্শায় যুবক হত্যার আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও হত্যা মামলার আসামীরা ধরা ছোয়ার বাহিরে। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামে। পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে যাতায়াতের পথ না দেওয়ায় প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘর থেকে ডেকে এনে নিরঅপরাধি হাতেম আলীকে বাসের লাঠির আঘাতে রক্তাক্ত জখম করে পার্শ্ববর্তি প্রতিবেশী মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীর। ঘটনাটি ঘটে গত ১৩ই সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময়।

মৃত আব্দুল খালেকের পুত্র হাতেম আলীর স্ত্রী আসমা খাতুন জানান, তার স্বামী দুপুরের খাবার খেয়ে বাসায় বিশ্রাম করছিল। এ সময় আসামি বাবলু ও জাহাঙ্গীর তাকে ডেকে নিয়ে উঠানে দাড়িয়ে কথা বলছিল। এ সময় আসামীরা অজ্ঞাতসারে বাসের লাঠি দ্বারা মাথায় আঘাত করলে হাতেম আলী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে নাভারণ হাসাপাতালে চিকিৎসার জন্য গেলে তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রের্ফাড করে। এখানেও চিকিৎসা না দেওয়ায় ঐ রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করার পর তাৎক্ষনিক ভাবে হাতেম আলীকে মাথা অপারেশন করে এবং আইসিইউতে একদিন থাকার পর মৃত্যুবরণ করে।

যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের পর পারিবারিক কবর স্থানে হাতেম আলীর লাশ জানাজা শেষে দাফন করা হয়। এঘটনায় হাতেম আলীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে শার্শা থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান জানান, আসামীরা ঘটনার পর থেকে আত্মগোপন করেছে। তবে আসামীরা যেখানেই থাকুক অচিরেই আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হবে। পুলিশ এ ব্যারে তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।