সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টরকী বন্দরে গণডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাহারাদারসহ অর্ধশতাধিক মানুষকে বেঁধে রেখে ১৪টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ গণডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক সাহা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে রবিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে টরকীরচর মহল্লার নাজেম আলী হাওলাদারের পুত্র আলী হোসেন হাওলাদার (৫০) ও বড় কসবা মহল্লার বাবুল ফকিরের পুত্র আরিফ ফকিরকে (২৪) গ্রেফতার করেছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে পালরদী নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী টরকী বন্দরে সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে। প্রথমে দুটি চেক পোষ্ট বসিয়ে ব্যারিকেট দিয়ে দুইজন পাহারাদার, বন্দরে চলাচলরত ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ ৪০ থেকে ৫০ জনকে বেঁধে জিম্মি করে রাখে। পরে দেড় ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। ডাকাতরা নগদ ৩৩ লাখ টাকা, ৩৫ কার্টুন দামি সিগারেটসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তবে সচেতন নাগরিকদের দাবি, টরকী বন্দরে স্থায়ী পুলিশ ক্যাম্প থাকা সত্বেও তারা গণডাকাতির সময় কিছুই টের না পাওয়ার বিষয়টি রহস্যজনক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।