বনভুমির তুলনায় দেশে এখন
জনসংখ্যা বেড়ে গেছে,
অভাবের তাড়নায় মানুষ
বনের গাছ কেটে বেচে।
দেশে আরো ব্যাপক হারে
গাছ লাগানো প্রয়োজন,
কিন্ত গাছ না লাগিয়ে
কাটার করছে আয়োজন।
পর্যাপ্ত পরিমান বনভুমি না থাকলে
ঝড় বৃষ্টি ভুমি কম্প হবে জোরে,
দেশের প্রাকৃতিক বিপর্জয় ও
মানুষ জীব জন্ত অকালে যাবে মরে ।
পর্যাপ্ত পরিমান গাছ না লাগান
পাবেন না অক্সিজেন,
তাই বেশি করে গাছ লাগান
কোটি কোটি মানুষের প্রাণ বাঁচান।
এদেশে মানুষ বাড়ছে
কিন্ত বনভুমি যাচ্ছে কমে,
কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাচ্ছে
মানুষের প্রতি দমে দমে।
একটি গাছ কাটলে
চারটা করে লাগান,
ভালভাবে মানুষকে বাঁচতে ও
অক্সিজেনের অভাব একটু কমান।
গাছ যদি অক্সিজেন
মানুষকে না করে দান,
তাহলে এ মানব দেহে
থাকবে না তাজা প্রাণ।