‘আবারো গভীর চক্রান্ত শুরু হয়েছে, সবাই নিজ আত্মার সাথে বুঝে সিধান্ত নেবেন। এই দেশ বঙ্গবঙ্গুর ,এই দেশ ত্রিশ লাখ শহীদের রক্তে ভোজা মাটি। এই দেশ দুই লাখ পয়ষট্টি হাজার সম্ভ্রমহারা মা বোনের। এই দেশ বঙ্গবন্ধুর। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকলেই কাধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ শেষ সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. মকবুল হোসেন এ কথা গুলি বলেন।
পরে ‘৭৫এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা শেষে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল,ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান , প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম,যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবর্গ শিক্ষক মন্ডলী।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজসেবা অফিসার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, কৃষি অফিসার মো. এনামুল হক। পরে অনলাইনে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, কবিতা আবৃতি, দেশত্ববোধক গানে অংশ গ্রহণকালী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতারণ করা হয়।
অপরদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে দলীয় কার্য্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র্যালী,শেষে এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন নিজ উদ্যোগে দলীয় কার্য্যালয়ে সাড়ে তিন হাজার প্যাকেট খাবার বিতরণ করেন।
#চলনবিলের আলো / আপন