আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতা জের ধরে কীটনাশক স্প্রে করে পান বরজের ৫ লক্ষাধিক টাকার পান নষ্ট করার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে শহিদুল ইসলামের পান বরজে একই এলাকার মৃত ইউসুফ আলী মৃধার ছেলে সোবাহান মৃধা গত ১১ আগস্ট রাতে পুর্ব শত্রুতার জের ধরে পান বরজে কীটনাশক স্প্রে করে পান গাছ নষ্ট করে।
এঘটনায় ক্ষতিগ্রস্থ চাষী শহিদুল ইসলাম বাদী হয়ে রোববার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে, নং- যার নং-৭ (১৫/০৮/২০২১ইং)। ওই মামলার এজাহারভুক্ত আসামী সোবাহান মৃধাকে রবিবার সকালে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোবাহাকে রবিবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন