চাটমোহর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে ১৫ আগষ্ট (রবিবার) ১১ টায় চাটমোহর সরকারী কলেজ মাঠে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় দিন ব্যাপী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, আলোচনা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন- পাবনা জেলা আওয়ামীলীগর সহ সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা আঃ লীগর সাবেক সভাপতি পৌর মেয়র এ্যাডঃ সাখাওয়াত হোসেন সাখো, জেলা পরিষদের সদস্য মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোঃ শাইদুল ইসলাম পলাশ, চাটমোহর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার প্রয়াস ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্য দিচ্ছেন এস এম নজরুল ইসলাম, সভাপতি চাটমোহর উপজেলা আওয়ামী লীগ।