সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর দিক নির্দেশনায় সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পৌরসভা বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সলপ ইউনিয়ন আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সলপ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প¶ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান এবং সলপ ইউনিয়ন আওয়ামীলিগের বিপ্লবী সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।
এ সময় কোরআন খতম ও দোয়া মাহফিল,অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও ১৫ আগষ্টের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন